এখন থেকে নতুন কোনো অনলাইন পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টাল চালু করতে হলে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। বর্তমানে চালু আছে—এমন অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধিত হতে হবে। অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধনের আবেদন ফরমে আবেদন করে এ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে http://www.pressinform.gov.bd পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে। জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন করবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর: 9514065 অথবা 01715255765 নম্বরে) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধনের আবেদন ফর্ম

প্রত্যয়নপত্র ও হলফনামা ফর্ম

সঠিক তথ্য দিয়ে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধনের আবেদন ফর্ম পূরণ এবং প্রত্যয়নপত্র ও হলফনামায় উল্লেখিত কাগজ পত্র একসাথে করে তথ্য অধিদপ্তরে জমা দিবেন। জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন করে আপনাকে জানিয়ে দিবে।