প্রতিনিয়ত আমাদের চারপাশে নানান ঘটনা ঘটে যাচ্ছে। আর এই ঘটনা গুলোর সঠিক তথ্য পরিবেশন করা অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন নিউজ পেপার এর কাজ। পূর্বে এই কাজ ছিল অনেক কঠিন ও সময় সাপেক্ষ। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির বদৌলতে মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন, ক্যামেরা, কম্পিউটার ইত্যাদি। তাই অনলাইনের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই চারপাশের অপরাধ, বিনোদন, রাজনীতি, খেলাধুলা সহ বিভিন্ন সংবাদ ছড়িয়ে দিতে এবং গুগল এডসেন্স থেকে ইনকাম করতে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করুন।
কেন করবেন নিউজ পোর্টাল বা অনলাইন টিভি!
সংবাদমাধ্যম জগতে এখন অস্বাভাবিক বাড়বাড়ন্ত অনলাইন নিউজ পোর্টালের। টেলিভিশন স্টেশন বা সংবাদপত্র প্রতিষ্ঠায় যে বিপুল পুঁজি প্রয়োজন, সাধারণ মানের অনলাইন নিউজ পোর্টালে তা নয়। এছাড়া হাতের মুঠোয় প্রযুক্তি চলে আসাও নতুন এই সংবাদমাধ্যম বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ।
ওয়েবভিত্তিক সংবাদমাধ্যমের আবির্ভাবের পূর্বে সংবাদ জগতে একচ্ছত্র আধিপত্য ছিল খবরের কাগজ ও টেলিভিশনের; কিছুটা রেডিওরও। এই তিনটি মাধ্যম মানুষের যে প্রয়োজন মেটাতে পারছিল না, তা পূরণে অনেকাংশে সক্ষম হয়েছে নিউজ পোর্টাল এবং অনলাইন টিভি। বিশেষত খবর আপডেটে নিউজ পোর্টালের জুড়ি নেই। গতিময় নাগরিক জীবনে তাই এখন জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ পোর্টাল।
দিন যাচ্ছে আর তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটছে। বলা যেতে পারে, অন্য যে কোনো সেক্টরের চেয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটছে দ্রুত ও বহুমুখী ধারায়। ফলে নিশ্চিতভাবে বলা যায়, সামনের দিনগুলোতে প্রযুক্তি সংবাদমাধ্যমের জন্য আরও নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এ সুযোগ যোগ্যতার সাথে কাজে লাগাতে পারলে নিউজ পোর্টাল এবং অনলাইন টিভি হয়ে উঠতে পারে একক নেতৃত্বদানকারী সংবাদমাধ্যম।
নিউজ পোর্টাল অর্ডার করতে যে তথ্য সমূহ লাগবে-
আপনি সরাসরি ডেমো বাটনের নিচের অর্ডার বাটনে ক্লিক করে অনলাইনে অর্ডার দিতে পারেন। অথবা অনলাইনে অর্ডার করতে না পারলে আপনার যাবতীয় তথ্য সমূহ আমাদের মেইল করুন।
ইমেইল: office@bcloud.com.bd অথবা কল করুন : 01887441288
- Name
- Mobile
- Address
- Post Code
- Domain Name
অনলাইনে অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যে আপনার মেইলে ডোমেইন কন্ট্রোলার এবং হোস্টিং কন্ট্রোলার প্যানেলে চলে যাবে। কোন ত্রুটির কারনে মেইল ইকবক্সে না পেলে স্প্যাম বক্সে চেক করবেন।
নিউজ পোর্টাল ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে আপনাকে যা দিতে হবে-
- ওয়েবসাইট লোগো (Logo)
- অফিস ঠিকানা
- যোগাযোগের জন্য মোবাইল নাম্বার
- ক্যাটাগরী সমূহের নাম
- অন্যান্য গুরুত্ব পূর্ন তথ্য যা আপনি দিতে চাচ্ছেন
আপনার জন্য যা যা থাকবে-
- 1- 40 GB SSD হোস্টিং (হোস্টিং বাড়ানো কমানোর সুযোগ রয়েছে)
- ফ্রি সি-প্যানেল কন্ট্রোলার
- একটি ডোমেইন
- ফ্রি ডোমেইন কন্ট্রোলার (ডোমেইন যে কোন কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন)
- ফ্রি সি-প্যানেল কন্ট্রোলার
- ফ্রি ওয়ার্ডপ্রেস কন্ট্রোলার
- ফ্রি এডমিন প্যানেল
- সফটওয়্যার ভার্সন: ওয়ার্ডপ্রেস (WordPress or PHP)
- ভিডিও টিউটোরিয়াল
- ১০০% মোবাইল ভিউ
- ৯৯% আপটাইম গ্যারান্টি
বি.দ্র: বছর প্রতি রিনিউ ফি আপনি যত জিবি হোস্টিং ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে। অনলাইন পত্রিকার নিবন্ধন না থাকলে কিভাবে করতে হবে তা জানতে এখানে দেখুন – অনলাইন পত্রিকা নিবন্ধন করার নিয়ম।
নিউজ পোর্টাল ওয়েবসাইট এর জন্য ফেইসবুক পেইজ তৈরি-
দেশের মোট ইন্টারনেট ইউজারের ৮০% প্রথমে কোন নিউজ বা সংবাদ দেখে ফেইসবুকে। তাই আপনার নিউজ পোর্টালটি জনপ্রিয় করে তোলার জন্য একটি ফেসবুক পেইজ চালু করা খুবই গুরুত্বপূর্ন। সকলের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য দ্রুত ও সহজতর উপায় হচ্ছে ফেসবুক পেইজ। এর মাধ্যমে আপনি সহযেই আপনার নিউজ পোর্টাল ওয়েবসাইটে হাজার হাজার ট্রাফিক ভিজিট করাতে পারবেন।
ফেইসবুক বিজনেস পেইজ খুলতে না পারলে আমাদের সাহযোগীতা নিতে পারেন।
নিউজ পোর্টাল ওয়েবসাইট এর জন্য Google My Business পেইজ তৈরি-
আপনার পত্রিকার কোন অফিস বা কার্যালয় থাকলে ইন্টারনেট জগতে সেটা খুব সহজে তুলে ধরার জন্যই আপনি Google My Business পেইজটি ব্যবহার করবেন। গুগল সার্চ এবং গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান লিপিবদ্ধ থাকবে। আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, অফিসের সময়সূচী, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি তথ্য ভিজিটর খুব সহজেই দেখতে পারবে।
গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে খুব সহজেই এবং কিভাবে সেখানে Uber, Pathao, বাসে, রিক্সায় বা পায়ে হেটে যাওয়া যায় সেই নির্দেশনাও পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা Google My Business এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানটি গুগল কর্তৃক ভেরিফাইড হবে যা আপনার পাঠক এ কর্মিদের দিবে বাড়তি নির্ভরতা এবং বিশ্বাস। এছাড়াও এর মাধ্যমে যে কেউ আপনার নিউজ পোর্টাল সম্পর্কে রিভিউও করতে পারবে।
নিউজ পোর্টাল থেকে আয়
অনলাইন নিউজ পোর্টাল থেকে আয় করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল গুগোল অ্যাডসেন্স। ওয়েবসাইটে যত বেশি ভিজিটর হবে আপনার আয় তত বেশি হবে। এর আওতায় আপনি ৬৫% সিপিসি বা কস্ট পার ক্লিক পাবেন যেটার মাধ্যমে মাসে $100 থেকে $5000+ ডলার আয় করা সম্ভব যেটা সম্পুর্ণ প্যাসিভ ইনকাম। এছাড়া লোকাল ব্যবসায়ীদের থেকে বিজ্ঞাপন ও নিউজ প্রকাশ করে মাসে ভালো টাকা আয় করতে পারবেন।
কিভাবে নিউজ পোর্টাল সাইট অর্ডার করবেন?
নিচের অংশে আপনার জন্য অনেকগুলো আকর্ষনীয় ডিজাইন এর ডেমো রয়েছে। সাথে কোন ডিজাইন এর কত দাম তা উল্লেখ করা আছে। আপনার পছন্দের ডিজাইন এর নাম্বার বা নাম আমাদেরকে বললে আমরা আপনাকে ওয়েবসাইটটি তৈরি করে দিব। অর্ডার দেয়ার ২/৩ দিনের মধ্যে আপনাকে সম্পূর্ন ওয়েবসাইটটি বুঝিয়ে দেয়া হবে। পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে।
যোগাযোগ
বাড়ি: ১৫, রোড: ১২, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
মোবাইল: 01887-441288
মেইল: office@bcloud.com.bd
ওয়েবসাইট: bcloud.com.bd