ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিপ্যানেল। সিপ্যানেলে সফটকুলাস নামে একটি এ্যপ থাকে সেখান থেকে মাত্র কয়েক ক্লিক এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়।
প্রথমে আপনার ডোমেইন এর সিপ্যানেলে প্রবেশ করবেন। সিপ্যানেলে একসেস করার জন্য ডোমেইন নেম এর শেষে কোলন ( যতিচিহ্ন : ) দিয়ে 2082 অথবা 2083 পোর্ট লিখে এন্টার প্রেস করবেন।
উদাহরন: example.com:2082
অথবা example.com:2083

সিপ্যানেল থেকে সফটকুলাস এ্যপ ইনস্টলার খুঁজে বের করবেন। সফটকুলাস এ্যপ ইনস্টলার এর মধ্যে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টলারে ডুকবেন।

ওয়ার্ডপ্রেস পেইজ থেকে ইনস্টল নাউ বাটনে ক্লিক করুন।

সফটওয়্যার সেটআপ: এখানে মূল চারটা কাজ সঠিক ভাবে করুতে হবে।
১। ভার্সন সিলেক্ট করা
২। Choose Protocol থেকে https:// অথব https://www. দেখিয়ে দিতে হবে।
৩। Choose Domain এর মধ্যে যে ডোমেইনটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে তা সিলেক্ট করে দিবেন।
৪। In Directory থেকে wp টা কেটে দিবেন বা ডিলেট করে দিবেন।

Site Settings (সাইট সেটিং): যেভাবে আছে ঐ ভাবেই থাকবে।
Admin Account (এডমিন একাউন্ট): এখানে Admin Username এর ঘরে একটি আনকমন ইউজার নেম দিবেন এবং Admin Password এর ঘরে স্ট্রং পাসওয়ার্ড দিবেন।
Advanced Options (এডভান্স অপশনস): হ্যাকিং থেকে বাঁচতে আনকমন Database Name দিতে পারেন।
এছাড়া বাকি যা আছে সব ঠিক ভাবেই থাকবে। পেইজের একদম শেষে Install বাটনে ক্লিক করলে ইনস্টল কমপ্লিট হবে।