ICANN’s এর নিয়ম অনুসারে একটি নতুন ডোমেইন ক্রয় করার ১৫ দিনের মধ্যে ইমেইল ভেরিফাই না করলে ডোমেইন টি ভেরিফিকেশন হোল্ড সাসপেন্ড দেখায়। আপনি যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে যাবেন আপনার সাইট দেখতে নিচের ছবিটির মত দেখাবে।


হোল্ড বা সাসপেন্ড শনাক্ত করার পদ্ধতি
আপনার ওয়েবসাইটটি কি আসলেই ভেরিফিকেশন হোল্ড সাসপেন্ড হয়েছে কিনা তা যাচাই করুন। যাচাই করার সহজ নিয়ম হচ্ছে – intodns.com এই সাইটটি ব্রাউজ করবেন।

Domain Name এর ঘরে আপনার ডোমেইন নামটি লিখবেন এবং Report এ ক্লিক করবেন।

IntoDNS এর Nameserver records এ দেখতে পাবেন আপনার ডোমেইনটির মূলত সমস্যা কি! চিহ্নিত অংশে স্পষ্ট দেখা যাচ্ছে ডোমেইনটি ভেরিফিকেশন এর জন্য হোল্ড বা সাসপেন্ড হয়েছে।
ডোমেইনটি লাইভ করার জন্য করনীয়
যে মেইল দিয়ে ডোমেইনটি ক্রয় করেছেন ঐ মেইলের ইনবক্স বা স্প্যাম ফোল্ডার চেক করুন। IMPORTANT! example.com Suspended due to failed verification লেখা একটি মেইল দেখতে পাবেন যে তারিখে ডোমেইনটি কিনেছিলেন। মেইলের মধ্যে প্রবেশ করবেন এবং একটি ভেরিফিকেশন লিঙ্ক দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে একটি সাকসেসফুল মেসেজ দেখাবে। এবার ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করুন এর মধ্যে আপনার ডোমেইনটি লাইভ হয়েছে কিনা তা চেক করার জন্য IntoDNS এ Nameserver records টা দেখতে পারেন।
বি.দ্র: example.com এর জায়গায় আপনার ডোমেইন নামটি দেখতে পাবেন।