ডট বিডি বা ডট কম ডট বিডি ( .com.bd ) দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইন। ডট বিডি ডোমেইন এখন কিনতে পারবেন রবি ক্লাউড থেকে মাত্র ২,৫০০/- (দুই হাজার পাঁচ শত) টাকা দিয়ে। ২ বছরের জন্য ডট বিডি ( .com.bd ) ডোমেইন রেজিষ্ট্রেশন হয়। ২ বছরে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। তৃতীয় বছর থেকে ডোমেইন রিনিউ করতে হবে। রিনিউ ফি ৮০০/- থেকে ১,০০০/- টাকার মধ্যে। রিনিউ করতে পারবেন সরাসরি বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে।
পেমেন্ট পদ্ধতি: ডট বিডি ( .com.bd ) ডোমেইন কিনতে পারবেন বিকাশ, রকেটে বা ব্যাংকের মাধ্যমে। এছাড়া বছর শেষে রিনিউ করতে পারবেন একই ভাবে।
আপনার কি কি লাগবে?
- আপনাকে দিতে হবে ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) এর উভয় পাশ। ছবি তুলে অথবা স্ক্যান করে আমাদের মেইলে পাঠিয়ে দিবেন। মেইল: [email protected]
- আপনার একটি মেইল এড্রেস (মেইল এড্রেস দেয়ার পূর্বে বানান যাচাই করে নিবেন) ।
- মোবাইল নাম্বার