অ্যাডন ডোমেইন কি?

সি-প্যানেল অর্ডার করার সময় যে ডোমেইন দেয়া হয় ঐ ডোমেইনকে প্রাইমারি ডোমেইন বলে। এরপর উক্ত সি-প্যানেলে নতুন কোন ডোমেইন কিনে হোস্ট করাকে অ্যাডন ডোমেইন বলে। একটি অ্যাডন ডোমেইন হ’ল একটি অতিরিক্ত ডোমেন যা সিস্টেমটি আপনার মূল সাইটের সাবডোমেইন হিসাবে সঞ্চয় করে। আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত ডোমেইন হোস্ট করতে অ্যাডন ডোমেইন ব্যবহার করুন।
প্রথম ধাপ: সি-প্যানেল অপেন করা।

দ্বিতীয় ধাপ: সি-প্যানেল থেকে ডোমেইন ফিচার খুঁজে বের করা।

তৃতীয় ধাপ: Create an Addon Domain এই বক্সে New Domain Name এর ঘরে ডোমেইন নামটি লিখবেন। তারপর এড ডোমেইন বাটনে ক্লিক করবেন।

চতুর্থ ধাপ: আপনার ডোমেইন কন্ট্রোলারে প্রবেশ করুন এবং নেইম সার্ভারগুলি পরিবর্তন করুন। নেইম সার্ভার পাবেন আপনার সি-প্যানেল লগইন ইনফরমেশন মেইলে। কোন কোন হোস্টিং এর জন্য কমপক্ষে দুটি নেইম সার্ভার দরকার হয় আবার কোন কোন ক্ষেত্রে চারটি বা এর বেশি।

রবি ক্লাউড এর ডোমেইন কন্ট্রোল প্যানেল ভিজিট করতে ক্লিক: my.robicloud.com

intodns.com ওয়েবসাইটে চেক করে দেখবেন আপনার ডোমেইনে নেইম সার্ভার গুলো যুক্ত হয়েছে কিনা। যুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।